বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন চাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন। তিনি জানান, শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে দুপুরে নির্বাচন কমিশনের সদস্যদের নিয়ে আলোচনায় সবার সম্মতিতে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমাদানের সময় একদিন বৃদ্ধি করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী আজ (বুধবার) বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবে শিক্ষার্থীরা।পাশাপাশি আগামীকাল (বৃহস্পতিবার) বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন জমা দিতে পারবেন। তফসিল অনুযায়ী, ১৪ থেকে ১৬ সেপ্টেম্বর ছিল মনোনয়ন ফরম বিতরণের সময়। নতুন সিদ্ধান্তের কারণে আরও ফরম বিতরণের সময় একদিন বাড়লো। এছাড়া মনোনয়ন ফরম যাচাই-বাছাই শেষে ২১ সেপ্টেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ হবে, প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ পাবে ২৫ সেপ্টেম্বর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ অক্টোবর। এর আগে...