চট্টগ্রাম:কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না স্টিল মিলের ইস্পাত তৈরির জন্য বিদেশ থেকে কাঁচামাল হিসেবে আনা স্ক্র্যাপ আয়রন চুরি। বন্দর থেকে কারখানায় পরিবহনের সময়ে রাস্তায় চুরি কিংবা লুট করা হচ্ছে কয়েক কোটি টাকার স্ক্র্যাপ। মামলা, আটক, গ্রেপ্তার, টহল কোনোকিছুই দমাতে পারছে না চোর চক্রের সদস্যদের। বাধা দিতে গিয়ে ঘটছে হামলা কিংবা হত্যার মত ঘটনা।এমনকি পরিবহনের সময় পুরো ট্রাক লুট করে নিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে। এই চুরিতে জড়িত আছে মাদকসেবী, পথশিশু এবং চোর চক্রের সদস্যরা। তারা চুরি করা স্ক্র্যাপ বিক্রি করে ভাঙ্গারি দোকানগুলোতে। তাদের ছত্রছায়ায় আছে বিভিন্ন এলাকার বড় ভাই। চট্টগ্রামের ইস্পাত উৎপাদনকারী কোম্পানিগুলোর মাথাব্যথার কারণ এখন এই চুরি। চুরি ঠেকাতে তারা বাধ্য হয়ে সড়কের মোড়ে মোড়ে বসিয়েছে পাহারা। নিজেদের আমদানি করা স্ক্র্যাপ আবার কিনতে হচ্ছে খোলাবাজার থেকে। চট্টগ্রামের কেএসআরএম, বিএসআরএম, জিপিএইচ ইস্পাত,...