কারিগরি শিক্ষা ব্যবস্থা ধ্বংস ও প্রকৌশল কর্মক্ষেত্র কুক্ষিগত করার প্রতিবাদে ও চার দফা দাবি বাস্তবায়নে শিক্ষকরাও শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে এসে শিক্ষকরা শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানান। এ বিষয়ে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের সভাপতি মো. মাশফিক ইসলাম বাংলানিউজকে বলেন, আজকে আমাদের আন্দোলনে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট, বাংলাদেশ গ্লাস অ্যান্ড সিরামিক ইনস্টিটিউট ও একটি প্রাইভেট পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষকরা সংহতি জানিয়েছেন। আজকের আন্দোলনে শিক্ষার্থীরা চার দফা দাবি উপস্থাপন করেছেন। দাবিগুলো— ১. প্রকৌশল অধিকার আন্দোলন কর্তৃক ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করা ও জবাই করে হত্যার হুমকি প্রদানকারীদের সর্বোচ্চ শাস্তি...