রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের জন্য অভিযুক্ত করে ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়েছে কাতার। আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ঘটনা বিনা শাস্তিতে পার পাবে না বলে বার্তা দিয়েছেন তারা। সম্প্রতি দোহায় ইসরায়েলি হামলায় হামাসের পাঁচ সদস্য নিহতের ঘটনার পর নেতানিয়াহুকে শাস্তি পেতে হবে জানিয়ে এ হুঁশিয়ারি দেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজিদ আল-আনসারি।সংবাদমাধ্যমটাইমস অব ইসরায়েলেরএক প্রতিবেদনে এ কথা জানানো হয়।দোহায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজিদ আল-আনসারি বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার বেপরোয়া নীতির কারণে সৃষ্ট প্রতিটি ব্যর্থতার পর দায় এড়াতে এবং সেগুলোকে সঠিক প্রমাণের চেষ্টা করে থাকেন সেটাতে আমরা অভ্যস্ত। তিনি আরও বলেন, আমরাও তাকে একটি বার্তা পাঠাতে চাই যে, আন্তর্জাতিক আইন লঙ্ঘনে তারা বিনা শাস্তিতে পার পাবে না।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) তেল আবিবে এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেছেন, দোহায় ইসরায়েলের হামলার মাধ্যমে...