১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:১১ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:১১ পিএম ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম খুললেই চোখে পড়বে শাড়ি পরা নারীর ছবি—কপালে টিপ, মাথায় ফুল, লাল বা সাদা রঙের সাজ। কোথাও আবার দেখা যায় সামাজিক মাধ্যম ব্যবহারকারীর থ্রিডি মূর্তি আর তার পাশেই ক্যানভাসে আঁকা প্রতিকৃতি। এসব ছবি তৈরি হচ্ছে মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাহায্যে। এই ট্রেন্ডের একটি অংশের নাম দেওয়া হয়েছে ‘গুগল জেমিনি’র ‘ন্যানো ব্যানানা এআই শাড়ি’। আরেকটি হলো ‘ন্যানো ব্যানানা থ্রি-ডি ফিগারিন’। শুধু ভারত নয়, বাংলাদেশেও এই ট্রেন্ডে মেতেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা। ঠিক যেমন কিছুদিন আগে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছিল ‘ঘিবলি আর্ট’। জাপানি অ্যানিমেশন স্টুডিও ‘স্টুডিও ঘিবলি’ থেকে অনুপ্রাণিত হয়ে সেই ট্রেন্ড তৈরি হয়েছিল। এখনকার হট ট্রেন্ডের পেছনে রয়েছে গুগলের জেমিনি ন্যানো ব্যানানা ইমেজ জেনারেটর টুল,...