উচ্চশিক্ষার আগ্রহী শিক্ষার্থীদের জন্য দারুণ এক সুযোগ নিয়ে দিয়েছে জাপান। দেশটির হোনজো ফাউন্ডেশন স্কলারশিপ ২০২৬-এর জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এই বৃত্তির মাধ্যমে আন্তর্জাতিক শিক্ষার্থীরা ২০২৬ শিক্ষাবর্ষে মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে ভর্তি হতে পারবেন। এই বৃত্তির আওতায় শুধু আর্থিক সহায়তা নয়, মাসিক ভাতাও দেওয়া হয়। ফলে শিক্ষার্থীরা নিশ্চিন্তে পড়াশোনায় মনোনিবেশ করতে পারবেন। ১৯৯৬ সালের ২৫ ডিসেম্বর জাপানের শিক্ষা মন্ত্রণালয় হোনজো ফাউন্ডেশনকে আন্তর্জাতিক বৃত্তি সংস্থা হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়। টাউন লিমিটেডের প্রতিষ্ঠাতা মাসানরি হোনজো এটি প্রতিষ্ঠা করেন এবং প্রাথমিক মূলধন হিসেবে ২০ কোটি ইয়েন নগদ অর্থ এবং তার প্রতিষ্ঠানের ১০ লাখ শেয়ার দান করেন। ফাউন্ডেশনের মূল লক্ষ্য হলো উন্নয়নশীল দেশগুলোর সেসব মেধাবী শিক্ষার্থীদের সাহায্য করা, যারা ভবিষ্যতে নিজেদের দেশকে নেতৃত্ব দিতে সক্ষম হবেন। একইসঙ্গে, এটি জাপান ও বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে...