ইউটিউব শর্টস নির্মাতাদের জন্য একগুচ্ছ নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুলস উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ‘মেড অন ইউটিউব’ আয়োজনে এসব ফিচার ঘোষণা করা হয়। মূল আকর্ষণগুলোর মধ্যে রয়েছে গুগলের টেক্সট-টু-ভিডিও মডেলের বিশেষ সংস্করণ ‘Veo 3 Fast’। এর মাধ্যমে ব্যবহারকারীরা কম সময়ে ৪৮০পি রেজ্যুলেশনের ভিডিও তৈরি করতে পারবেন। প্রথমবারের মতো এতে ভিডিওর সঙ্গে শব্দও জেনারেট করা সম্ভব হবে। নতুন এআই ফিচার আপাতত যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে চালু করা হয়েছে। পর্যায়ক্রমে অন্য দেশেও সুবিধাটি পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছে ইউটিউব। অ্যানিমেশন টুল: স্থির ছবিকে ভিডিওর মতো নড়াচড়া করানো যাবে। একটি ভিডিও থেকে নেওয়া গতিবিধি অন্য ছবিতে প্রয়োগ করা সম্ভব হবে। স্টাইল প্রয়োগ: ভিডিওতে পপ আর্ট, অরিগামি ইত্যাদি ভিন্ন ভিন্ন শিল্পরীতি ব্যবহার করা যাবে। প্রম্পট-ভিত্তিক চরিত্র ও প্রপস: শুধু টেক্সট...