নেত্রকোনা: বেকারত্বের অভিশাপ থেকে বেরিয়ে আসতে ইউটিউব থেকে আধুনিক কৃষির ভিডিও দেখে গ্রীষ্মকালীন তরমুজ চাষে সফল ডিগ্রি দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত তরুণ সায়েম। সায়েমের সফলতা দেখে এলাকার অন্যান্য কৃষকরা আগ্রহী হচ্ছে গ্রীষ্মকালীন তরমুজ চাষে। আর যুবকদের এমন আগ্রহ কৃষি খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে বলছে কৃষি বিভাগ।নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের পাথারিয়া গ্রামের তরুণ সারোয়ার আহমেদ সায়েম। তিনি বর্তমানে কেন্দুয়া সরকারি কলেজে ডিগ্রি দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত একজন শিক্ষার্থী। পড়াশোনা শেষ করে যাতে বেকারত্বের অভিশাপ নিয়ে ঘুরতে না হয় তাই নিজ উদ্যোগে ইউটিউব থেকে আধুনিক কৃষির ভিডিও দেখে কৃষির প্রতি আগ্রহ বাড়তে থাকে। ইউটিউব থেকে জানতে পারে গ্রীষ্মকালীন তরমুজ চাষে সময় কম লাভ বেশি।সায়েমের বাবা জানা, ভিডিও দেখে তরমুজ চাষে আগ্রহী হয়ে সায়েম প্রথমে উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করে। কৃষি অফিস...