মুন্সিগঞ্জ: মিরকাদিম পৌরসভার উদ্যোগে ঐতিহ্যবাহী রিকাবীবাজার খালের ময়লা-আবর্জনা পরিষ্কারকরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচীর সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মিরকাদিম পৌরসভার প্রশাসক মাহবুবুর রহমান।এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিরকাদিম পৌর বিএনপির সভাপতি মো. জসীমউদ্দিন আহমেদ, পৌর নির্বাহী কর্মকর্তা একেএম বজলুর রশীদ, নির্বাহী প্রকৌশলী কাইয়ুম চৌধুরী, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. শহিদুল হক, বিএনপি নেতা মো. নয়ন হোসেন, যুবদলের আহ্বায়ক মো. তাঞ্জুর ইসলাম, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, বিএনপি নেতা মো. মহিউদ্দিন লিটন ও মো. লিঙ্কন রহমান প্রমুখ।এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মিরকাদিম পৌরসভার প্রশাসক মাহবুবুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে খালটিতে আবর্জনা জমে গিয়ে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছিল। পৌরসভার উদ্যোগে এ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর মাধ্যমে খালের স্বাভাবিক জলপ্রবাহ ফিরিয়ে আনা এবং শহরের পানি নিষ্কাশন ব্যবস্থাকে সচল রাখা...