সিরাজগঞ্জ প্রতিনিধি:বর্ষার পর শরৎ শেষ হতেই শুরু হয়েছে হেমন্ত। ঠিক এই সময়ে যমুনা নদীতে দ্রুত পানি বাড়তে থাকায় শঙ্কিত হয়ে পড়েছেন সিরাজগঞ্জের চরাঞ্চলের কৃষকেরা। আশঙ্কা করা হচ্ছে, পানি আরও বাড়লে শীতকালীন সবজির আবাদ ক্ষতির মুখে পড়তে পারে। ১৭ সেপ্টেম্বর (বুধবার) সকালে সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনার পানি রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৮৫ মিটার, যা গত ২৪ ঘণ্টায় ২০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১ দশমিক ০৫ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১২ দশমিক ৯০ মিটার)। এর আগে সোমবার ১৩ ও মঙ্গলবার ১২ সেন্টিমিটার করে পানি বেড়েছিল। অন্যদিকে, কাজিপুর উপজেলার মেঘাই পয়েন্টে পানির উচ্চতা রেকর্ড হয়েছে ১৩ দশমিক ৫০ মিটার। গত ২৪ ঘণ্টায় এখানে ২১ সেন্টিমিটার পানি বেড়ে বিপৎসীমার ১ দশমিক ৩০ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১৪ দশমিক ৮০...