আন্তর্জাতিক সাংবাদিক সংহতি দিবস উপলক্ষে ঢাকাস্থ রাশিয়ান হাউস এক অনন্য অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সাংবাদিকতার নৈতিকতা, সাহসিকতা এবং সত্য অনুসন্ধানের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।গতকাল মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ঢাকার রাশিয়ান হাউসের আয়োজনে সাংবাদিক সংহতি দিবস উপলক্ষে এ অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম, শিক্ষাবিদ ও ছাত্রসমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।অনুষ্ঠানের শুরুতেই ‘সত্যের জন্য প্রাণ হারানো’ শীর্ষক একটি স্মারক প্রদর্শনী উদ্বোধন করা হয়, যেখানে বিশ্বজুড়ে নিহত সাংবাদিকদের স্মৃতিচারণ করা হয়। পাশাপাশি, যুদ্ধক্ষেত্রে কর্মরত সাংবাদিকদের তোলা ছবি নিয়ে একটি আলোকচিত্র প্রদর্শনীও অনুষ্ঠিত হয়, যা সাংবাদিকতার ঝুঁকিপূর্ণ বাস্তবতা ও মানবিক দৃষ্টিভঙ্গিকে তুলে ধরে।এই আয়োজনে শিক্ষাক্ষেত্রেও গুরুত্ব দেওয়া হয়। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য রাশিয়ার উচ্চশিক্ষা ও বৃত্তি সংক্রান্ত একটি তথ্যবহুল উপস্থাপনা অনুষ্ঠিত হয়, যেখানে রাশিয়ান বিশ্ববিদ্যালয়গুলোয় পড়াশোনার সুযোগ, স্কলারশিপ প্রোগ্রাম এবং আবেদন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করেন রাশিয়ান...