মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর দুইটা থেকে শুরু হওয়া এই অনশন বুধবার (১৭ সেপ্টেম্বর) প্রতিবেদন লেখা পর্যন্ত (দুপুর সাড়ে ১২টা) পর্যন্ত অব্যাহত আছে। বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের নিচে পাঁচ শিক্ষার্থী অনশনে বসেন। তারা হলেন—১৩তম ব্যাচের একেএম রাকিব, ১৫তম ব্যাচের ফয়সাল মুরাদ, ১৬তম ব্যাচের ফেরদৌস শেখ ও শাহিন মিয়া এবং ১৮তম ব্যাচের অপু মুন্সি। অনশনে থাকা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) সদস্য সচিব শাহিন মিয়া বলেন, “আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি। প্রশাসন নানা টালবাহানা করছে। কোনো উদ্যোগ না দেখে বাধ্য হয়েই অনশনে বসেছি। আমাদের দাবি না মানলে এমন প্রশাসনের প্রয়োজন নেই।” বাগছাসের মুখ্য সংগঠক ফেরদৌস শেখ অভিযোগ করে বলেন, “মন্ত্রণালয়ের সব শিকল ভেঙে জবিয়ানদের অধিকার আটকে রেখেছে জবি প্রশাসন। বৃত্তি নিয়ে কাটছাঁটের চেষ্টা আমরা মেনে নেব না।” একই সংগঠনের আহ্বায়ক...