১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৪ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৬ পিএম ভারতে ১৯৭৪ পরবর্তী গণআন্দোলন নিয়ে গভীর গবেষণার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালে ছাত্র-জনতার আন্দোলন সরকারের পতনের কারণ হয়ে ওঠার প্রেক্ষিতে ভারতের বর্তমান সরকারও এ ধরনের গণবিক্ষোভের প্রভাব নিয়ে উদ্বিগ্ন। বিশেষ করে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার চাইছে, ভবিষ্যতে এমন আন্দোলন যেন নিয়ন্ত্রণে থাকে এবং স্বার্থান্বেষী গোষ্ঠী বড় ধরনের অশান্তি সৃষ্টি করতে না পারে। এই গবেষণার মূল উদ্দেশ্য হলো ভারতীয় পুলিশ গবেষণা ও উন্নয়ন ব্যুরো (বিপিআরঅ্যান্ডডি)-কে ১৯৭৪ সালের পর থেকে যত আন্দোলন হয়েছে, তার ইতিহাস, কারণ ও গতিপ্রকৃতি বিশ্লেষণ করার নির্দেশ দেওয়া। গত জুলাইয়ে নয়াদিল্লিতে দুই দিনব্যাপী ‘ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজিস কনফারেন্স-২০২৫’-এ এই নির্দেশনা দেন অমিত শাহ। এর মাধ্যমে ভারতের পুলিশ এবং...