১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৮ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:১০ পিএম সাত দফা দাবিতে আবার সড়ক অবরোধ করেছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। এতে সাতরাস্তা মোড়সহ আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে সাতরাস্তা মোড়ে সড়কে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি করেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে—জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের জন্য নির্ধারিত ৩০ শতাংশ পদোন্নতি কোটা বাতিল, ওই পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় প্রত্যাহার, তাদের পদবি পরিবর্তন, ২০২১ সালে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ বাতিল এবং নিয়োগবিধি সংশোধন। এর আগে, মঙ্গলবার দুপুরে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে একটি বিশাল মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার সাতরাস্তা মোড়ে এসে অবস্থান নেয় এবং সেখানে প্রায় আধাঘণ্টা ধরে নিজেদের দাবির পক্ষে স্লোগান দেয়। এতে ওই এলাকায় যান চলাচল ধীর...