চট্টগ্রামের চন্দনাইশে গ্যাস সিলিন্ডার রাখার একটি গুদামে বিস্ফোরণের ঘটনায় গুরুতর দগ্ধ হয়েছেন ১০ জন। বুধবার ভোরে উপজেলার বৈলতলী এলাকার ইউনুচ মার্কেটসংলগ্ন মাহবুব রহমান ট্রেডার্সে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানিয়েছে, সকাল ৬টা ৫০ মিনিটে বিস্ফোরণের পরপরই গুদামে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের ভয়াবহতায় একের পর এক সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ছিটকে যায় চারপাশে। আশপাশ কেঁপে ওঠে বিকট শব্দে। চন্দনাইশ ফায়ার স্টেশনের কর্মীরা গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। স্থানীয়রা জানান, একটি ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার নামানোর সময় হঠাৎ আগুন ধরে যায়, এরপরই ঘটে বিস্ফোরণ। দগ্ধদের সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন প্রতিষ্ঠানটির মালিক মাহবুবুর রহমানসহ সৌরভ রহমান, মো. কপিল, মো. রিয়াজ, মো. ইউনুচ, মো. আকিব, মো. হারুন, মো. ইদ্রিস, মো....