ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানান, বেলা ১১টার দিকে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের কয়েক হাজার শিক্ষার্থী সাতরাস্তা মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। পুলিশ শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা চালাচ্ছে বলে জানান তিনি। ট্রাফিক পুলিশের সহকারী কমিশনার অনীশ কীর্ত্তনীয়া বলেন, “সাতরাস্তার মাঝখানে অবস্থান নেওয়ায় চারপাশের সড়ক বন্ধ হয়ে গেছে। এর প্রভাব আশপাশেও পড়েছে। আমরা যানবাহন ডাইভারশনের চেষ্টা করছি।” শিক্ষার্থীদের সাত দফা দাবির মধ্যে রয়েছে— ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতি সংক্রান্ত রায় বাতিল ও জড়িতদের চাকরিচ্যুতি, ২০২১ সালের নিয়োগবিধি সংশোধন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে বয়সসীমা নির্ধারণ ও আধুনিক কারিকুলাম প্রণয়ন, উপসহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা প্রকৌশলীদের কোটা সংরক্ষণ, কারিগরি শিক্ষা খাতের প্রশাসনিক পদে কেবল কারিগরি শিক্ষিতদের নিয়োগ, স্বতন্ত্র কারিগরি মন্ত্রণালয় ও সংস্কার কমিশন গঠন, বিশেষায়িত টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং নির্মাণাধীন ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে শতভাগ আসনে ভর্তির...