১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৬ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৬ পিএম আসন্ন দুর্গাপূজা উপলক্ষে এ বছর বাংলাদেশ থেকে ১২০০ টন ইলিশ রপ্তানির অনুমতি পেয়েছে ৩৭ প্রতিষ্ঠান। এরইমধ্যে ইলিশ রফতানি শুরু হয়েছে। প্রথম চালানে বেনাপোল স্থলবন্দর দিয়ে ৩৭ হাজার ৪৬০ কেজি (সাড়ে ৩৭ টন) ইলিশ ভারতে রফতানি করা হয়েছে। বেনাপোল বন্দরের মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ কেন্দ্রের ফিশারিজ কোয়ারেন্টাইন কর্মকর্তা সজিব সাহা জানান, বুধবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ছয়টি প্রতিষ্ঠান এ চালান রফতানি করে। মান পরীক্ষা শেষে রফতানি অনুমতি দেওয়া হয়। গত বছর রফতানি অনুমতি ছিল ২ হাজার ৪২০ টন, তবে বেনাপোল দিয়ে রফতানি হয়েছিল মাত্র ৫৩২ টন। উৎপাদন সঙ্কট কারণে ২০১২ সালে ইলিশ রফতানি বন্ধ করা হলেও ২০১৯ সাল থেকে বিশেষ বিবেচনায় কেবল দুর্গাপূজায় রফতানি সুযোগ দেওয়া...