দিনাজপুরে ৬ দফা দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে পঞ্চগড়-ঢাকাগামী আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে সকাল থেকেই। আজ (১৭ সেপ্টেম্বর) বুধবার সকাল থেকে দিনাজপুর রেলস্টেশনের কাছাকাছি এলাকায় রেললাইনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন শত শত যাত্রী। তাদের দাবি, কারিগরি শিক্ষার মানোন্নয়ন, ডিপ্লোমা ডিগ্রির স্বীকৃতি বৃদ্ধি,...