বলিউডে নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন শাহরুখ পুত্র আরিয়ান খান। আসছে ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’। সিরিজটি পরিচালনা করেছেন আরিয়ান খান সেই সঙ্গে গল্পও লেখেছেন তিনি। সম্প্রতি সিরিজটির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে আরিয়ানকে দেখে অনেকেরই মনে হয়েছে তার হাঁটা-চলা তার বাবার মতো, কণ্ঠস্বরেও মিল আছে বাবার সঙ্গে। কিন্তু অমিল শুধু মুখের হাসিতে। ক্যামেরার সামনে সব সময় গম্ভীর তিনি। কেন এমন আরিয়ান, খোলাসা করলেন অভিনেতা রাঘব জুয়াল। আলোকচিত্রী দেখলেই মুখ ঘুরিয়ে নেন আরিয়ান। কখনও একদম মুখোমুখি হলে পোজ দেন ঠিকই। কিন্তু মুখে হাসি থাকে না। সারাক্ষণই আরিয়ানের মুখ ভার। তবে হাতে গোনা কয়েকবারই হাসতে দেখা গিয়েছিল তাকে। গত বছর আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের খেলা দেখতে এসে বোন সুহানাকে নিয়ে হাসাহাসি করতে দেখা যায় আরিয়ানকে। তারপর নিজের ওয়েব সিরিজের প্রচার ভিডিওতে হাসতে...