১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩০ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৩ পিএম নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কারকি দায়িত্ব গ্রহণের পর দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, সুষ্ঠু নির্বাচন এবং দুর্নীতি ও সহিংসতার তদন্ত নিয়ে সক্রিয় ভূমিকা গ্রহণ করেছেন। সম্প্রতি তিনি বিবিসি নেপালিকে একটি বিস্তারিত সাক্ষাৎকার দিয়েছেন, যা তার নেতৃত্ব, পরিকল্পনা এবং দেশের ভবিষ্যৎ পরিচালনার প্রতিফলন ঘটাচ্ছে। এটি তার দায়িত্ব গ্রহণের পর প্রথম গণমাধ্যম সাক্ষাৎকার, যা দেশের জনগণ ও আন্তর্জাতিক মহলের জন্য গুরুত্বপূর্ণ তথ্য বহন করছে। সাক্ষাৎকারে প্রধানমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়, আগামী নির্বাচনের প্রস্তুতি এবং তার সময়মতো আয়োজনের চ্যালেঞ্জগুলো কী। নেপালের নির্বাচন কমিশন ২০২৬ সালের ৫ মার্চ সুষ্ঠু ও অবাধ নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুতি নিচ্ছে। সুশীলা কারকি জানান, তিনি দিনে ১৮ ঘণ্টা কাজ করে ভোটার তালিকা হালনাগাদসহ নির্বাচনের সব প্রস্তুতি ছয় মাসের মধ্যে...