১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম মানুষ বয়সের ভারে কাজ থেকে অবসর নিলেও শেরপুরের ঝিনাইগাতী উপজেলার প্রবীণ চিকিৎসক ডা. আব্দুল বারী যেন ব্যতিক্রম এক উদাহরণ। বয়স ১২০ বছর হলেও তিনি এখনো সক্রিয়। চশমা ছাড়াই সাবলীলভাবে কোরআন তেলাওয়াত করেন। প্রতিদিন ২–৪ মাইল হেঁটে চলাফেরা করতে পারেন এবং পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করেন দাঁড়িয়ে। প্রায় ৭০–৮০ বছর ধরে তিনি চিকিৎসা সেবা দিয়ে আসছেন। ব্রিটিশ আমলের পর ন্যাশনাল ডাক্তারি পাশ করে চিকিৎসক হিসেবে কর্মজীবন শুরু করেন। তখন তার ফার্মেসীতে রোগীর দীর্ঘ লাইন লেগে থাকত। অনেক রোগী সুস্থ হয়ে কৃতজ্ঞতাস্বরূপ গরু উপহারও দিয়েছেন। বর্তমানে তিনি ছেলে শাহজাহানের ফার্মেসীতে বসেই রোগী দেখেন ও ওষুধ বিক্রি করেন সকাল থেকে রাত ৯টা পর্যন্ত। পরিবারের নিষেধ সত্ত্বেও তিনি প্রতিদিনই সেখানে যান।...