আর্মেনিয়া থেকে জর্জিয়ায় প্রবেশ করার সময় ৫৬ ভারতীয় পর্যটকদের একটি দলের সঙ্গে জর্জিয়া কর্তৃপক্ষের বিরুদ্ধে অমানবিক আচরণের অভিযোগ উঠেছে। এক নারী এই অভিযোগ তোলেন। খবর এনডিটিভিধ্রুবী প্যাটেল নামের এক নারী ওই ঘটনার অভিজ্ঞতা তুলে ধরে ইনস্টাগ্রাম পোস্টে বলেন, বৈধ ই-ভিসা এবং ডকুমেন্ট থাকা সত্ত্বেও সাদাকলো সীমান্তে তাদের সঙ্গে অমানবিক আচরণ করা হয়েছে। দীর্ঘ সময় তাদের বন্দি রাখা হয়।ওই পোস্টে আরও বলা হয়, প্রচণ্ড ঠান্ডার মধ্যে তাদের দীর্ঘ পাঁচ ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। এ সময় তাদের জন্য কোনো খাবার এবং টয়লেটের ব্যবস্থাও ছিল না। এ ছাড়া কর্মকর্তা তাদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ ছাড়াই দুই ঘণ্টা পর্যন্ত পাসপোর্ট আটকে রাখে। গবাদি পশুর মতো তাদের ফুটপাতে বসিয়ে রাখা হয়।ওই নারী আরও বলেন, অপরাধীর মতো তাদের ভিডিও ধারণা করা হয়েছিল। কিন্তু তারা তাতে বাধা...