অবরোধের প্রভাবে আশপাশের মহাখালী, বনানী, মগবাজার, মালিবাগ ও মৌচাকসহ বেশ কিছু এলাকায় দেখা দিয়েছে তীব্র যানজট। অনেক যাত্রীকে গন্তব্যে পৌঁছাতে নেমে পড়তে হয়েছে পায়ে হাঁটার ভরসায়। শিক্ষার্থীরা বলছেন, তাঁরা দীর্ঘদিন ধরে কারিগরি শিক্ষার মর্যাদা ও নিরাপত্তা নিয়ে দাবি জানিয়ে আসছেন। সম্প্রতি এক প্রতিবাদকারী সংগঠনের মাধ্যমে ডিপ্লোমা প্রকৌশলীদের গুলি করে হত্যার ও গলা কেটে ফেলার হুমকি দেওয়া হয়েছে— যা তাঁদের ভীত ও ক্ষুব্ধ করেছে। তাঁদের দাবি, এই হুমকির সঙ্গে যারা জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একইসঙ্গে বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের তিন দফা দাবির পক্ষে পরিচালিত সব কার্যক্রম বন্ধের দাবি জানিয়েছে তারা। তারা আরও বলেছে, “কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ” এর উত্থাপিত যৌক্তিক ছয় দফা দাবির বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি ইঞ্জিনিয়ারিং ওয়ান-চ্যানেল শিক্ষা ব্যবস্থা চালুরও জোর দাবি তুলেছেন তাঁরা। সড়ক ছেড়ে দেওয়ার...