কে হবেন এবারের নির্বাচনের হেভিওয়েট ভিপি প্রার্থী, কার পাল্লা ভারী থাকবে, ক্যাম্পাসজুড়ে শুরু থেকেই আলোচনা চলছে। শিক্ষার্থীদের মাঝে কার গ্রহণযোগ্যতা কতটুকু, এসব নিয়েই চলছে চুলচেরা বিশ্লেষণ। রাকসু নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১৮ জন প্রার্থী। এর মধ্যে ১০ জন বিভিন্ন ছাত্রসংগঠন, সাবেক সমন্বয়ক ও স্বতন্ত্র প্রার্থীদের ঘোষিত প্যানেলভুক্ত এবং ৮ জন স্বতন্ত্র প্রার্থী। মনোনয়নপত্র যাচাইবাছাই ও প্রত্যাহারের সময় শেষ হওয়ায় এরই মধ্যে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে এবং প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন। কে হবেন এবারের নির্বাচনের হেভিওয়েট ভিপি প্রার্থী, কার পাল্লা ভারী থাকবে, ক্যাম্পাসজুড়ে শুরু থেকেই আলোচনা চলছে। শিক্ষার্থীদের মাঝে কার গ্রহণযোগ্যতা কতটুকু, এসব নিয়েই চলছে চুলচেরা বিশ্লেষণ। রাকসুতে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ থেকে ভিপি পদে লড়ছেন শেখ নূর উদ্দিন আবীর। ইসলামী ছাত্রশিবির সমর্থিত...