দ্রুত নির্বাচন অনুষ্ঠানে তোড়জোড় শুরু করেছেন নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। তিনি দাবি করেছেন, ছয় মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচন আয়োজন করে ক্ষমতা ছাড়তে চান তিনি। এ জন্য সুশীলা দিনে ১৮ ঘণ্টা কাজ করবেন।বিবিসি নেপালিকে দেওয়া এক সাক্ষাৎকারে সুশীলা ওই সব কথা বলেন। দায়িত্ব নেওয়ার পর এটিই ছিল তার প্রথম সাক্ষাৎকার। এক প্রশ্নের জবাবে সুশীলা বলেন, ‘আপনি জানেন যে সাধারণ মানুষের দিক থেকে কতটা চাপের মুখে এই সরকার গঠিত হয়েছে। আমি আমার দায়িত্ব ছয় মাসের মধ্যে শেষ করে পদ থেকে সরে যেতে চাই। আগামী কয়েক দিনে নির্বাচন কমিশনকে সক্রিয় করে তুলব আমরা। প্রথমত ভোটার তালিকা প্রস্তুত করতে হবে তাদের। একটা পুরোনো ভোটার তালিকা আছে তাদের; কিন্তু সেটা হালনাগাদ করতে হবে। যদি দিনরাত কাজ করতে পারি তাহলে ছয় মাসে সেটা করা...