নদী তীরবর্তী জেলা রাজবাড়ী। এই জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে পদ্মা, চন্দনা, গড়াই, হড়াই, কুমার ও চিত্রা নদীসহ অসংখ্য ছোট-বড় খাল-বিল ও পুকুর। এসব নদী বা খাল-বিলে কোনো দুর্ঘটনা ঘটলে থাকতে হয় অন্য জেলার ডুবুরি দলের অপেক্ষায়। ততক্ষণে বেড়ে যায় হতাহত ও ক্ষতির পরিমাণ। এতে একদিকে যেমন ব্যাহত হয় উদ্ধার কাজ, অপরদিকে ডুবুরি দল ছাড়া উদ্ধার কাজে গিয়ে ফায়ার সার্ভিস কর্মীদেরও পড়তে হয় স্থানীয়দের তোপের মুখে। রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপসহকারী পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২০ সাল থেকে এখন পর্যন্ত রাজবাড়ীর ৫ উপজেলায় নদী, খাল-বিল ও পুকুরে ৩০টি দুর্ঘটনায় ডুবুরি দলের প্রয়োজন হয়েছে এবং ৩০টি ঘটনায় নিহত হয়েছে ৩০ জন। এরমধ্যে ২০২০ সালে ১০টি, ২১ সালে ৭টি, ২২ সালে ৪টি, ২৩ সালে ৩টি ও ২৪ সালে...