বাগেরহাটে চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে জেলা নির্বাচন অফিস ঘেরাও করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে জড়ো হন তারা। পরে অফিসের প্রধান গেট ঘিরে রাখেন নেতাকর্মীরা। এ সময় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের অফিসে প্রবেশ করতে দেখা যায়নি। সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা জানান, হিন্দু ধর্মালম্বীদের দূর্গাৎসবের কারণে হরতাল কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত নির্বাচন অফিস ঘেরাও ও রাজপথে আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দেন তারা। সর্বদলীয় সম্মিলিত কমিটির কো-কনভেনর ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম বলেন, সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম উৎসব দুর্গাপূজা ও ব্যবসায়ীদের স্বার্থের বিষয়টি চিন্তা করে হরতাল কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। তবে দুপুর পর্যন্ত নির্বাচন অফিস ঘেরাও করা হবে। বাংলাদেশ...