সরকার পতনের দিন যাত্রাবাড়ীতে এক শ্রমিক হত্যা মামলায় সাবেক এমপি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ৭ জনকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে বুধবার ঢাকার মহানগর হাকিম আরিফুর এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলী ওমর ফারুক ফারুকী এ তথ্য নিশ্চিত করেন। অপর আসামিরা হলেন-সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, আব্দুর রাজ্জাক এবং যাত্রাবাড়ী-৫ আসনের সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু। সিটিটিসির এসআই শাখাওয়াত হোসেন গত ২৮ অগাস্ট তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করে। আদালত আসামিদের উপস্থিতিতে শুনানির জন্য এদিন ঠিক করেন। সকালে শুনানিতে হাতে হাতকড়া, মাথায় হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট পরা অবস্থায় তাদের আদালতে হাজির করা হয়। শুনানি নিয়ে আদালত আসামিদের গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। মামলার বিবরণীতে বলা হয়েছে, গত...