গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তৃতীয় দিনের মত সাক্ষ্য দিচ্ছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। এ মামলায় শেখ হাসিনা ছাড়াও আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন। ট্রাইব্যুনাল-১ এ চলছে সাক্ষ্যগ্রহণ। বুধবার এনিসিপির আহ্বায়ক নাহিদ ইসলামেরও সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। এর আগে, গত ১৪ ও ১৫ সেপ্টেম্বর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সাক্ষ্য দেন তিনি। সাক্ষ্যে মাহমুদুর রহমান বলেন, ২০০৮ সালে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে ভারতের প্রয়াত রাষ্ট্রপতি ও তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জির সঙ্গে চুক্তি হয় তৎকালীন সেনাপ্রধান মঈন ইউ আহমেদের। দেওয়া হয় চাকরি ও ‘সেইফ এক্সিটের’ নিশ্চয়তা। আরও পড়ুনআরও পড়ুন‘হাসিনার নিষ্ঠুর ফ্যাসিস্ট শাসনের আগমন যেন আর না হয়’ এ সময়, ২০০৯ সালের বিডিআর হত্যাকাণ্ড নিয়ে বলেন, শেখ তাপস...