টানা ২৪ ঘণ্টা ধরে চলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থীদের অনশন কর্মসূচি। তিন দফা দাবিতে অনশন কর্মসূচি শুরু করেছে জগন্নাথ (জবি) শাখা ছাত্র অধিকার পরিষদ ও বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ (বাগছাস)। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর থেকে তারা বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের নিচে অনশন শুরু করেন এবং ২৪ ঘণ্টা অতিবাহিত হওয়ার পর ও এই ধারা অব্যাহত আছে। জানা যায়, গতকাল সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম অনশনকারীদের সাক্ষাৎ করেন এবং তিনি বলেন, ডিসেম্বরের মধ্যেই কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (জকসু) হওয়ার আশা রাখা যায়। শীঘ্রই শিক্ষার্থীরা বৃত্তি পাবে। কিন্তু শিক্ষার্থীদের দাবি অনশনের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও প্রশাসন থেকে কোনো সদুত্তর মেলেনি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন শিক্ষার্থীরা। অনশনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন-, আমরা বহুদিন ধরে এই...