এস এম বদরুল আলমঃচট্টগ্রাম কাস্টম হাউসে বন্ড সুবিধা ব্যবহার করে আমদানি হওয়া বিপুল পরিমাণ কাপড়ের হদিস মিলছে না। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, ঢাকার সাভার হেমায়েতপুরের তৈরি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান এন এইচ অ্যাপারেলস লিমিটেড ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের ২২ সেপ্টেম্বর নিরীক্ষা মেয়াদে ফ্রি অব কস্ট (এফওসি) সুবিধায় ১ হাজার ১১৩ দশমিক ৭১ মেট্রিক টন কাপড় আমদানি করেছে। অথচ বন্ড কমিশনারেট তাদের মাত্র ১১৩ দশমিক ৯৭ মেট্রিক টন আমদানির অনুমোদন বা প্রত্যয়নপত্র দিয়েছিল। বন্ড কমিশনারেটের হিসাবে এই সময়ের মধ্যে তাদের সর্বাধিক আমদানিযোগ্য কাপড়ের পরিমাণ ছিল ১৪৭ দশমিক ৮৪ মেট্রিক টন। গণনার হিসাবে, অনুমোদিত ও প্রকৃত আমদানি মিলিয়ে প্রতিষ্ঠানের গুদামে থাকার কথা ছিল প্রায় ১৮৭ দশমিক ১০ মেট্রিক টন কাপড়। কিন্তু বাস্তবে ৯২৬ দশমিক ৬১ মেট্রিক টনের কোনো...