কমলনগর উপজেলায় নয়টি ইউনিয়নের ছয়টিই মেঘনা উপকূলবেষ্টিত। ঝড়-জলোচ্ছ্বাস আর নদীভাঙন এখানকার বাসিন্দাদের নিত্যসঙ্গী। দীর্ঘ পাঁচ দশক ধরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা। এরই মধ্যে মেঘনায় বিলীন হয়ে গেছে কমলনগর ও রামগতি উপজেলার এক-তৃতীয়াংশ এলাকা। শুধু কমলনগরেই ভূমিহীন হয়েছে অন্তত ৪০ হাজার পরিবার। ভাঙনের কবল থেকে উপজেলাবাসীকে রক্ষায় নদী তীরবর্তী টেকসই বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। এরই পরিপ্রেক্ষিতে ২০২১ সালের আগস্টে তিন হাজার ৮৯ কোটি টাকা ব্যয়ে কমলনগর ও রামগতি উপজেলায় ৩১ কিলোমিটার ‘তীর সংরক্ষণ বাঁধ’ প্রকল্পের দরপত্র আহ্বান করে পানি উন্নয়ন বোর্ড। ৩৪টি প্যাকেজে ৯৭টি লটের আওতায় ১৬টি ঠিকাদারি প্রতিষ্ঠান এ কাজ পায়। পাঁচ বছর সময়সীমার এ প্রকল্পটি চলতি বছরের ডিসেম্বর মাসে শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত কাজ শেষ হয়েছে স্থানভেদে ৩০ থেকে ৪০ শতাংশ। কাজ পাওয়া চারটি ঠিকাদারি প্রতিষ্ঠান একবছর...