বলিউডের অভিজাত পরিবারে জন্ম, তবুও ব্যক্তিগত জীবনে নানা ঝড় পেরিয়েছেন তিনি। বরেণ্য অভিনেত্রী তনুজার কন্যা তানিশা মুখার্জি আবারও আলোচনায়। প্রেম-প্রণয়, বিচ্ছেদ আর অবিবাহিত জীবন—সব কিছু নিয়েই খোলামেলা স্বীকারোক্তি দিলেন এই অভিনেত্রী। উদয় চোপড়া থেকে আরমান কোহলি, প্রেমের নানা অধ্যায়ে বহুবার শিরোনামে উঠে এসেছেন তানিশা। এবারভারতীয় এক গণমাধ্যমেদেওয়া সাক্ষাৎকারে নিজের না বলা কথাগুলো শেয়ার করলেন ভক্তদের মধ্যে।সাক্ষাৎকারে আরমান কোহলির সঙ্গে সম্পর্ক ভাঙার পর মন খারাপ হয়েছিল কি না? এই প্রশ্নের উত্তরে তানিশা মুখার্জি বলেন, ‘এটা এতটা হৃদয়ভাঙা ব্যাপার ছিল না। অনেকে বিষয়টিকে হৃদয়বিদারক ঘটনা মনে করলেও, আমার জন্য এটি অতটা গভীর ছিল না।’উদয় চোপড়ারর সঙ্গে বিচ্ছেদের পর গভীরভাবে আহত হন তানিশা। তা স্মরণ করে এই অভিনেত্রী বলেন, ‘আমি অনেক বেশি কষ্ট পেয়েছিলাম, যখন উদয়ের সঙ্গে ব্রেকআপ হয়েছিল। কারণ আমরা বন্ধু ছিলাম।...