ঢাকা: দোহায় বিমান হামলার নির্দেশ দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু—এমন মন্তব্য করে তার শাস্তির দাবি জানিয়েছে কাতার।গতকাল মঙ্গলবার তেল আবিবে এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, দোহায় ইসরায়েলি বিমান বাহিনীর সাম্প্রতিক হামলা নিরর্থক ছিল না; বরং কাতারকে একটি 'বার্তা' দেয়ার উদ্দেশ্যে এই অভিযান পরিচালিত হয়েছে।নেতানিয়াহুর এই বক্তব্যের কয়েক ঘণ্টা পর, দোহায় এক সংবাদ সম্মেলনে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি কড়া প্রতিক্রিয়ায় বলেন, "ইসরায়েলের প্রধানমন্ত্রী তার বেপরোয়া নীতির ফলে বারবার ব্যর্থ হন, আর সেই ব্যর্থতা ঢাকতেই তিনি এ ধরনের হঠকারী বক্তব্য ও কার্যকলাপের আশ্রয় নেন। আমরা তার এই চেনা রূপ সম্পর্কে সচেতন।"“আজ তিনি যে বার্তা দিয়েছেন, তার প্রতিক্রিয়ায় আমরাও তাকে একটি জরুরি বার্তা দিতে চাই; আর তা হলো— দোহায় হামলার নির্দেশ দেয়ার মাধ্যমে তিনি আন্তর্জাতিক আইনের...