পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় কোবরা সাপ কামড় দেওয়ার পর সেই সাপসহ হাসপাতালে ছুটে এসেছেন সুমিত্রা রানী (৬০) নামে এক বৃদ্ধা। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দেবীডুবা ইউনিয়নের সোনাপোতা গ্রামে ঘর পরিষ্কার করার সময় তাকে সাপে কাটে।স্থানীয়রা জানান, সুমিত্রা রানী একটি বয়াম পরিষ্কার করার সময় হঠাৎ সাপটি তাকে ছোবল মারে। চিৎকার শুনে তার ছেলে সুরেশ চন্দ্র রায় ছুটে এসে সাপটিকে একটি পাত্রে ভরে মাকে সঙ্গে নিয়ে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।সুমিত্রা রানী সোনাপোতা গ্রামের উপেন্দ্র নাথ রায়ের স্ত্রী। তার ছেলে সুরেশ জানান, আমরা বুঝতে পারছিলাম না এটি কী সাপ। তাই সাপটিকে সঙ্গে নিয়ে হাসপাতালে আসি।দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন ধর বলেন, বিকেল সাড়ে চারটার দিকে রোগী সাপ নিয়ে হাসপাতালে আসেন। পরীক্ষা-নিরীক্ষায় নিশ্চিত হই এটি কোবরা সাপ। সঙ্গে...