শিশুদের ত্বক খুবই সংবেদনশলী হয়। এজন্য তাদের কোমল ত্বকের জন্য বিশেষ যত্নেরই প্রয়োজন। শিশুর ত্বকে ক্রিম নাকি তেল মাখবেন, কী ধরনের ময়েশ্চারাইজার মাখলে ত্বক ভালো থাকবে, এই সব নিয়েই ভয়ে থাকেন মায়েরা। শিশুর ত্বকের যত্নে যদি কোনো ভুল হলেই তাদের ত্বক শুষ্ক-খসখসে হয়ে যাবে, অথবা র্যাশ বেরিয়ে যাবে। এজন্য বয়সভেদে শিশুদের ত্বকের যত্ন নিতে হয়। এই ব্যাপারে অনেকেই বাবা-মায়েদেরই সঠিক ধারণা থাকে না। তাই শিশুর কোমল ত্বককে অবশ্যই সুরক্ষিত রাখা প্রয়োজন। তাই শিশুর ত্বকের যত্নে বাবা-মায়েদের জন্য কিছু পরামর্শ দেওয়া হলো। বড়দের ময়শ্চারাইজার, তেল বা সাবান ভুলেও শিশুর ত্বকের মাখাবেন না। শিশুদের জন্য যে ক্রিম পাওয়া যায়, তা ব্যবহার করতে পারেন। আর গরমে আর্দ্রতা বেশি বলে ওয়াটার বেসড লোশন ব্যবহার করতে হবে। রাতে যদি এসি চলে, তাহলে ঘুমানোর পূর্বে শিশুর...