ঢাকা: নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো গণমাধ্যমের মুখোমুখি হলেন সুশীলা কার্কি। সম্প্রতি বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জাতীয় নির্বাচন, দুর্নীতি তদন্ত, জেন জি আন্দোলনের সময়কার সহিংসতার বিচার ও মন্ত্রিসভার সম্প্রসারণসহ নানা বিষয়ে খোলামেলা বক্তব্য দিয়েছেন।জাতীয় নির্বাচন নিয়ে কার্কি জানান, আগামী বছরের ৫ মার্চ ভোট অনুষ্ঠিত হবে বলে ইতোমধ্যে নির্বাচন কমিশন তারিখ ঘোষণা করেছে। তবে সময়মতো ও সুষ্ঠু নির্বাচন আয়োজন একটি বড় চ্যালেঞ্জ হবে বলেও স্বীকার করেন তিনি। কার্কি বলেন, “আমি দিনে ১৮ ঘণ্টা কাজ করব। ছয় মাসের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ সম্ভব। আমি দায়িত্ব শেষ করে নির্বাচন কমিশনের হাতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা তুলে দিয়ে সরে দাঁড়াতে চাই।”দুর্নীতির অভিযোগ তদন্তে একটি কমিশন গঠনের পরিকল্পনাও তুলে ধরেন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী। তিনি জানান, প্রথম ধাপে ১০-১১ সদস্যের একটি মন্ত্রিসভা গঠন করা...