আজ বুধবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব -১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ রানা এসব তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন–সুনামগঞ্জের জয়পুর গ্রামের মজিবর রহমানের ছেলে আকাশ ওরফে পিচ্চি আকাশ (২৭)। তাঁর সহযোগী কালিয়াকৈর উপজেলার বিশ্বাসপাড়া গ্রামের শুকুর আলীর ছেলে সৌরভ (২১)। র্যাব কর্মকর্তা বলেন, গত ২১ ডিসেম্বর কালিয়াকৈর থানার উলুসরা এলাকায় পূর্ব শত্রুতার জেরে আসামি পিচ্চি আকাশ ও মামলার এজাহারনামীয় ১০ জনসহ অজ্ঞাতনামা চার থেকে পাঁচজন শিক্ষার্থী আবুল কালাম আজাদকে ধারালো অস্ত্র, লোহার রড, লোহার পাইপ ও লাঠি সোঁটা দিয়ে এলোপাতারি আঘাত করে গুরুতর আহত করে। পরবর্তীতে স্থানীয়রা ভুক্তভোগীকে উদ্ধার করে টাঙ্গাইলের কুমুদিনি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের মা কালিয়াকৈর থানায় হত্যা মামলা করেন। র্যাব কর্মকর্তা পারভেজ রানা আরও বলেন, এ...