কিক-অফ হতেই ধারাভাষ্যকার বললেন, “শুরু হলো লিগস কাপ ফাইনালের রিম্যাচ…।” সেই দুই দলই আবার মুখোমুখি, ‘রিম্যাচ’ তো বটেই। তবে ম্যাচের চিত্র গেল বদলে। ১৫ দিন আগে লিগস কাপের ফাইনালে বিধ্বস্ত হওয়া ইন্টার মায়ামি এবার জিতে গেল দাপটে। যথারীতি সেই জয়ে বড় ভূমিকা লিওনেল মেসির। লিগস কাপের ফাইনালে যে দলের কাছে ৩-০ গোলে হেরেছিল ইন্টার মায়ামি, মেজর লিগ সকারে সেই সিয়াটল সাউন্ডার্সকে ৩-১ গোলে হারাল মেসির দল। ঘরের মাঠে দ্বাদশ মিনিটে জর্দি আলবার গোলের পর প্রথমার্ধেই জালের দেখা পান মেসি। চলতি লিগে ২১ ম্যাচে তার গোল হয়ে গেল ২০টি। গত মৌসুমে তিনি ঠিক ২০ গোলই করেছিলেন। এবারের লিগে ৩০ ম্যাচে ২১ গোল করে মেসির ওপরে আছেন এখনও পর্যন্ত ন্যাশভিলের স্যাম সারিজ। ২০ গোলের পাশাপাশি ১২টি গোলে সহায়তাও করেছেন মেসি। এই ম্যাচেই...