ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার সাবেক মেয়রসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এদিকে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর শ্যামলী ও মতিঝিলে ঝটিকা মিছিলের চেষ্টার সময় দলটির আরও ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ঝটিকা মিছিলের চেষ্টা, গ্রেপ্তার ১০রাজধানীর শ্যামলীর শিশুমেলার সামনে ঝটিকা মিছিলের চেষ্টার সময় আওয়ামী লীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করে শেরেবাংলা নগর থানা পুলিশ। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। ওই সময় নেতাকর্মীরা ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে গ্রেপ্তারদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টা চালায় বলে জানায় পুলিশ। অপরদিকে গতকাল ভোরে মতিঝিলের শাপলা চত্বর এলাকায় ঝটিকা মিছিলের চেষ্টা চালান আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় তিনজনকে ধাওয়া...