শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ জেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরশুরাম উপজেলার মা মাতঙ্গী দেবী মন্দির পরিদর্শনকালে জেলা প্রশাসক সাইফুল ইসলাম প্রতিমা তৈরির বিষয়ে খোঁজখবর নেন এবং যে কোনো প্রতিবন্ধকতা দূরীকরণে সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি দেন। পুলিশ সুপার মো. হাবিবুর রহমান পূজামণ্ডপ ও মন্দিরের সার্বিক নিরাপত্তায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং দর্শনার্থীরা যেন সুন্দর ও সুশৃঙ্খলভাবে পূজার আয়োজন যোগ দিতে পারেন সে ব্যাপারে দিক নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে বিজিবির ফেনী ব্যাটালিয়ান কমান্ডার মোহাম্মদ মোশারফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম, র্যাবের...