দুদিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) গভীর রাতে তিনি লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দরে অবতরণ করেন। দায়িত্ব পালনকালে কোনো মার্কিন প্রেসিডেন্টের এটি মাত্র দ্বিতীয় রাষ্ট্রীয় সফর, যা এক নজিরবিহীন ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। এই সফরের মধ্য দিয়ে লন্ডন–ওয়াশিংটনের ‘বিশেষ সম্পর্ক’ আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের। প্রতিবেদনে বলা হয়, সফরটিকে ঘিরে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ভূ-রাজনীতি ও বিনিয়োগ আলোচনার নতুন দিক উন্মোচনে উদ্যোগী হচ্ছেন। সফরের আগেই যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এবং যুক্তরাজ্যের অর্থমন্ত্রী র্যাচেল রিভস অর্থনৈতিক সহযোগিতা জোরদারে একটি ‘ট্রান্স-আটলান্টিক টাস্কফোর্স’ গঠনের ঘোষণা দেন। স্টারমার চান আর্থিক সেবা, প্রযুক্তি ও জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ অংশীদারত্ব গড়ে তুলে যুক্তরাজ্যকে আমেরিকান বিনিয়োগের অন্যতম প্রধান গন্তব্য হিসেবে প্রতিষ্ঠা করতে। ট্রাম্পের জন্য...