১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৫ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৬ পিএম চট্টগ্রামের চন্দনাইশে গ্যাস সিলিন্ডারের গুদামে বিস্ফোরণের ঘটনায় অন্তত ১০ জন দগ্ধ হয়েছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) ভোরে উপজেলার বৈলতলী ইউনিয়নের চরপাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, চরপাড়ার ওই সিলিন্ডারের গুদামে হঠাৎ বিস্ফোরণ ঘটে ভোরে। এতে গুদামে আশেপাশে থাকা ১০ জন দগ্ধ হয়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। এদিকে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় দগ্ধদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে পাঠানো হয়েছে। এ বিষয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলাউদ্দিন বলেন, দগ্ধ ১০ জনকে হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে আহতদের অবস্থা শঙ্কামুক্ত। কেশবপুরের পল্লীতে ভেজাল দুধ তৈরি করায় ৩ ব্যবসায়ীকে ৩লাখ...