চলতি বছরের সেপ্টেম্বরের শেষদিক থেকে অক্টোবরের শুরুর দিকে টানা ৮ দিন বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বাংলাদেশ স্যাটেলাইট-১ (বিএস-১) এর সম্প্রচার কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটতে পারে। বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) জানিয়েছে, ২৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ২০২৫ পর্যন্ত প্রতিদিন সকালে নির্দিষ্ট সময়সীমায় এই সমস্যা দেখা দিতে পারে। বিএসসিএল জানায়, ২৯ সেপ্টেম্বর সকাল ৯টা ৩৫ মিনিট থেকে ৯টা ৩৮ মিনিট পর্যন্ত ৩ মিনিটের জন্য সেবা বিঘ্নিত হতে পারে। এরপরের দিনগুলোতে এই সময়সীমা কিছুটা বাড়বে, ১ ও ২ অক্টোবর ১২ থেকে ১৩ মিনিট পর্যন্ত সম্প্রচারে সমস্যা হতে পারে। তবে ৬ অক্টোবরের পর এই প্রভাব স্বাভাবিকভাবে কেটে যাবে। বিএসসিএল আশ্বস্ত করেছে, তারা পুরো বিষয়টি সতর্কভাবে পর্যবেক্ষণ করছে এবং সম্ভাব্য প্রভাব যতটা সম্ভব কমিয়ে আনার চেষ্টা করছে। সাময়িক এই বিঘ্নের জন্য তারা আগাম দুঃখ...