পুলিশ জানিয়েছে, বুধবার বেলা ১১টার দিকে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সাতরাস্তা মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের পুলিশের উপকমিশনার ইবনে মিজান বলেন, “হাজার খানেক শিক্ষার্থী রাস্তায় অবস্থান নিয়েছে। তাদের সাথে আলোচনা চলছে। চেষ্টা করছি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে।" তেজগাঁও ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার অনীশ কীর্ত্তনীয়া বলেন, "সাতরাস্তার মঝে অবস্থান নেওয়ার কারণে চারদিকের রাস্তা বন্ধ হয়ে গেছে। এর প্রভাব আশেপাশে পড়েছে। আমরা যানবাহন ডাইভারশনের চেষ্টা করছি।" এর আগে মঙ্গলবার দুপুরে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা। তারা সাতরাস্তা মোড়ে এসে সমাবেশ করেন এবং নিজেদের দাবির পক্ষে স্লোগান দেয়। তাতে প্রায় আধা ঘণ্টা ওই এলাকায় যান চলাচল বিঘ্নিত হয়।...