সময়টা মোটেই ভাল যাচ্ছে না বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্রার। সম্প্রতি তাদের বিরুদ্ধে উঠেছে ৬০ কোটি টাকার প্রতারণার অভিযোগ। যার ফলে বিপাকে পড়েছে এই তারকা দম্পতি। যারই প্রেক্ষিতে মুম্বাই পুলিশের ‘ইকোনমিক অফেন্সেস উইং-এর’ (ইওডব্লিউ) তরফে দীর্ঘ সময় ধরে জেরা করা হল শিল্পা শেঠির স্বামীকে। আর সেই জেরাতেই উঠে এল আরও দুই অভিনেত্রী বিপাশা বসু ও নেহা ধূপিয়ার নাম। কিন্তু কী অভিযোগ তাদের বিরুদ্ধে। জানা গেছে, আর্থিক তছরুপ মামলায় জিজ্ঞাসাবাদের সময় রাজ ওই দুই অভিনেত্রীর নাম নেন। ওই ৬০ কোটি টাকার কিছু অংশ দুই অভিনেত্রীর কাছে পারিশ্রমিক হিসাবে গিয়েছে বলে জানিয়েছেন রাজ। তাদের সঙ্গে প্রায় ২৫ কোটি টাকা লেনদেনের তথ্য হাতে এসেছে তদন্তকারীদের। সেই টাকা সরাসরি শিল্পা, বিপাশা, নেহা ও ‘বালাজী এন্টারটেনমেন্ট’-এর অ্যাকাউন্টে জমা পড়েছে বলেও খবর।...