কুড়িগ্রামের নাগেশ্বরীরতে চলতি আমনের ভরা মৌসুমে ইউরিয়া সারের সংকটে চরম ভোগান্তি পরেছে কৃষকেরা। সারের এ চরম সংকটে ক্ষুব্ধ কৃষকের মাঝে দেখা গেছে চরম অসন্তোষ। তাদের অভিযোগ - ঘুরে ঘুরে যেটুকু সার পান তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। উপজেলার কচাকাটা থানার বিভিন্ন এলাকা ঘুরে পাওয়া গেছে এমন তথ্য। অপরদিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ফিরোজ হোসেন সার সংকটের বিষয়টি নাকচ করে বলেন, চলতি আমন মৌসুমে ফসল উৎপাদনে আমাদের লক্ষ্যমাত্রা ২৪৩৬০ হেক্টর জমির বিপরীতে উপজেলায় ডিলারদের মাধ্যমে কৃষকদের জন্য ডিএবি ২৩৪ মেট্রিকটন ও ইউরিয়া ৭০৩ মেট্রিকটন বরাদ্দ দেওয়া হয়েছে, যাহা ২৪৩৬০ হেক্টর ফসলি জমির প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত। সার সংকটের প্রশ্নই আসেনা। অসাধু ব্যবসায়ীরা রাতের অন্ধকারে সার অন্যত্রে সরিয়ে বা সারের ন্যায্য বন্টন না করে কৃত্রিম সংকট তৈরী করলে এর প্রমাণ পেলে তার বিরুদ্ধে যথাযথ...