১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:২২ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৩ পিএম ছাত্রদল নেতা নুরুল আলম নুরু হত্যার সাত বছর পেরিয়ে গেলেও আজও বিচারের মুখ দেখেনি এই নৃশংস হত্যাকাণ্ড। তবে এই মামলায় নতুন করে চাঞ্চল্য সৃষ্টি করেছে আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়েরের একটি ফেসবুক পোস্ট। এতে হত্যার পেছনের পরিকল্পনা, পেশাদার কায়দায় অপহরণ, এবং নির্মম হত্যার বিবরণ উঠে এসেছে, যা জনমনে নতুন করে ক্ষোভ আর প্রশ্নের জন্ম দিয়েছে। ২০১৭ সালের ২৯ মার্চ, রাত ১১টা ৪৫ মিনিটে চট্টগ্রামের চকবাজার থানাধীন চন্দনপুরা এলাকায় নিজ বাসায় ঘুমিয়ে ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নুরুল আলম নুরু। সাংবাদিক সায়েরের তথ্যমতে, রাউজান থানার এসআই জাবেদ হঠাৎ এসে বাসা থেকে তাকে তুলে নিয়ে যান। তৎকালীন আওয়ামী লীগ সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর সরাসরি নির্দেশে...