১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩১ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩১ পিএম সিলেটের কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। এতে জকিগঞ্জ উপজেলার কয়েকটি এলাকা ভয়াবহ বন্যার ঝুঁকিতে পড়েছে। যেকোনো মুহূর্তে পানি লোকালয়ে প্রবেশ করলে চরম বিপর্যয়ের আশঙ্কা তৈরি হবে বলে জানিয়েছে স্থানীয়রা। স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সূত্রে জানা গেছে, মঙলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে কুশিয়ারার শেওলা পয়েন্টে পানি বিপদসীমার ৩২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত কয়েকদিন ধরে টানা বর্ষণ এবং ভারতের আসাম রাজ্যের পাহাড়ি ঢলের কারণে হঠাৎ করেই নদীর পানি বৃদ্ধি পেয়েছে। নদী তীরবর্তী রারাই, ছবড়িয়া, খলাছড়া, বারঠাকুরসহ বিভিন্ন গ্রাম বন্যার মারাত্মক ঝুঁকিতে রয়েছে। স্থানীয় কৃষকরা জানিয়েছেন, বর্তমানে মাঠে থাকা হাজার হাজার একর আমন ধান পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পানি আরও বেড়ে গেলে ফসলের...