১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৭ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৭ পিএম কাতার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দোহায় বিমান হামলার নির্দেশ প্রদানের জন্য শাস্তি দাবি করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি জানিয়েছেন, নেতানিয়াহু আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন করেছেন এবং এ থেকে তিনি বাঁচতে পারবেন না। এই ঘটনায় কাতার ও আন্তর্জাতিক সম্প্রদায় যথাযথ প্রতিক্রিয়া চাইছে। গত ৯ সেপ্টেম্বর ইসরায়েলি বিমান বাহিনী কাতারের রাজধানী দোহায় হামলা চালায়। লক্ষ্য ছিলেন হামাসের জ্যেষ্ঠ নেতারা, বিশেষ করে খলিল আল হায়া। মাত্র ১৫ মিনিট স্থায়ী হওয়া এই হামলায় ৬ জন নিহত হন। তবে খলিল আল হায়া এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নেতারা বেঁচে যান। কাতার এই হামলাকে তার সার্বভৌমত্বের ওপর আঘাত এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে দেখছে। এর আগে গত বছর ৩১ জুলাই ইরানে হামাসের...